Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১.  আইডি কার্ড সংগ্রহ: ভোটাররা  স্লিপ জমাদানের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

 

 ২.ভোটার হওয়া: প্রথমে বাদপড়া ভোটারযোগ্য ব্যক্তিদের অত্র অফিস হতে ২নম্বর ফরম সংগ্রহ করতে হবে।এরপর ফরম পূরণ করে জমা দিয়ে ছবি তোলা এবং ফিঙ্গার প্রিন্টিং প্রদানের মাধ্যমেভোটার হতে পারবেন।

 

 ৩.ভোটার নম্বর সংগ্রহ করা: ভোটাররা নিজেদের ভোটার নম্বর সংগ্রহ করতে পারবেন।

 

 ৪.হারানো আইডি কার্ড সংগ্রহ করা: হারানোআইডি কার্ড পাওয়ার জন্য প্রথম থানায় জিডি করতে হবে।জিডির কপি নির্বাচনঅফিসে জমা দিতে হবে।এরপর নির্বাচন অফিস হতে হারানো ফরম সংগ্রহ করে পুরন করেজমা দানের মাধ্যমেনতুন আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।

 

 ৫.আইডি কার্ড সংশোধন করা :নির্বাচন অফিস হতে আইডি কার্ড সংশোধন ফরম সংগ্রহ করেপুরন করে জমা দিতে হবে।আইডি কার্ড সংশোধনের জন্য সংশোধন ফরমের সাথে উপযুক্ত দালিলিক প্রমানপত্র জমা দিতে হবে এবং সঙ্গে মুল আইডি কার্ড জমা দিতে হবে।এভাবে ভোটাররা তাদের আইডি কার্ড সংশোধন করতে পারবেন।

 

 ৬.ভোটার স্থানান্তর:নির্বাচন অফিস হতেস্থানান্তর ফরম সংগ্রহ করে পুরণ করে জমা দানের মাধ্যমভোটাররা তাদের ভোটার স্থানান্তর করতে পারবেন।